• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কালকিনিতে খাল পুনঃখনন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি গোলাপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি- মাদারীপুর কালকিনিতে এক সুধী সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নানাবিধ দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।
মঙ্গলবার বিকেলে কালকিনি উত্তর রমজানপুর বাজার সংলগ্ন কাটাখালী খালপাড় পালরদী নদী থেকে উত্তর রমজানপুর বাজার পর্যন্ত ১৮৫৫ মিটার খালের পুনঃ খনন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

রমজানপুর ইউপি‘র ৭নং ওয়ার্ডের সদস্য আলী আকবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান, সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান. উপজেলা প্রকৌশলী রেজাউল করিম.উপজেলা আ'লীগের সিঃ সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার,সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকেই।
২০২১-২০২২ অর্থ বছরে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার।