• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আশুলিয়ায় বিএনপি-যুবদলের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আব্দুস সবুর খান। এদিন সকালে মামলাটি করা হয়।

মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হেসেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ মিয়া, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নামও রয়েছে।

এসআই আব্দুস সবুর খান বলেন, শুক্রবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা বাসস্ট্যান্ডে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপস্থিতি দেখে হামলা চালান তারা। এতে এসআই মাসুদ আল মামুনসহ তিন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় শনিবার সকালে বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার পর একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।