• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আসামি ছিনতাইকালে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের আহাম্মদ আলী (৪০), তার ভাই মোহাম্মাদ আলী (৫০), মোহর আলী (৫৮), ভাতিজা আব্দুর রশিদ (২৮), রেজাউল করিম (২০), মেয়ে আকলিমা খাতুন (১৯) ও স্ত্রী বুলি খাতুন (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে আহাম্মদ আলীর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়।

একপর্যায়ে বসতবাড়ি থেকে আহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। ওই গ্রেফতারের খবর পেয়ে আহাম্মদ আলীর স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এমনকি পুলিশের ওই দুই কর্মকর্তাকে বেধড়ক মারধর করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, বুধবার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।