• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদিতে পাচার হওয়া দুই নারী উদ্ধার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

সৌদি আরবে পাচার হওয়া আরও দুই নারীকে উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতে একটি ফ্লাইটে ভুক্তভোগী দুজনকে দেশে ফিরিয়ে আনা হয়। র‌্যাব জানায়, গত ৭ আগস্ট মেসার্স কনকর্ড এপেক্স রিক্রুটিং এজেন্সির দুজনকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে দুই নারীকে ফেরত আনা হয়। ভুক্তভোগী নারীরা জানান, তারা সেখানে মারধরসহ নানা অত্যাচারের শিকার হয়েছেন।

অভাব অনটনের সংসারে কিছুটা সচ্ছল জীবনের আশায় আট মাস আগে সৌদি আরব পাড়ি জমান ফিরেজা ও শরিফা নামে ভুক্তভোগী দুই নারী। হজ করার ও ভালো কাজের আশা দেখিয়ে ৪০ হাজার টাকা নিয়ে সৌদি পাঠায় একটি এজেন্সি। কিন্তু সেখানে গিয়ে নির্যাতনের শিকার হতে হয় তাকে। এ ছাড়া ৯ মাস কাজ করলেও ৩ মাসের বেতন পান তিনি।

তারা একা নন, তাদের মতো ৯০ জন আছে যাদের সেখানে নিয়ে গিয়ে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে।

দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, সেখানে তাদের ভালো কাজ দেয়া হয়নি। দেশে ফিরে আসতেও দেয়নি। সবসময় মারধর করে, খাবার দেয় না এমনকি পোশাকও দেয়া হয় না বলে অভিযোগ ভুক্তভোগী নারীদের। বলেন, ‘বাংলাদেশ থেকে আমি যে কাপড় নিয়ে সৌদি গেছি, সেই কাপড় পরেই আমি ফিরে এসেছি।’

সৌদিতে নির্যাতনের শিকার হওয়া এই দুই নারীকে উদ্ধার করে র‌্যাব। শনিবার রাতে একটি ফ্লাইটে ভুক্তভোগী দুজনকে দেশে ফিরিয়ে আনা হয়। র‌্যাব জানায়, গত ৭ আগস্ট মেসার্স কনকর্ড এপেক্স রিক্রুটিং এজেন্সির দুজনকে পল্টন এলাকা থেকে গ্রফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে এই দুই নারীকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনা হয়।

র‌্যাব-১ এর সিও লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, আমরা পুরো রুট সম্পর্কে খোঁজ খবর রাখছিলাম। তাদের অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

চক্রটি মূলত হজ করানোর, ভালো বেতন ও খাবারের প্রলোভন দেখিয়ে অসহায়দের বিদেশে পাচার করে আসছিল। এই চক্রের বাকিদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানায় র‌্যাব।