• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ আগস্ট ২০২২  

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার চার বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়েছে। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে চার জনকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- নোয়াখালী পাড়ার আমিনুর রহমান (১৪), মোহাম্মদ নূর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর র‍্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালী পাড়া পাহাড়ে আট ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃত চার জনকে উদ্ধার করে। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে করার চেষ্টা চলছে।’

গত ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াস ও সৈয়দ আহাম্মদকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালী পাড়ার আমিনুর ও মোহাম্মদ নূরকে অপহরণের পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা।