• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডাক্তার না হয়েও রোগী দেখতেন তিনি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

খুলনার কয়রার অর্জুনপুর এলাকা থেকে মোবারক হোসাইন (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাব-৬ (সদর কোম্পানি) জানতে পারে, অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কোনও স্বীকৃত মেডিক্যাল কলেজের ডাক্তারি সনদধারী অনুমোদিত ডাক্তার না হয়েও মেডিসিন ও গাইনি রোগে পারদর্শী পরিচয়ে চেম্বার খোলে। সে ডাক্তার পদবি এবং অন্যান্য ভুয়া ডিগ্রি উল্লেখ করে ভুল চিকিৎসা প্রদান করে আসছে। প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল৷

‘সোমবার সন্ধ্যায় র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোবারক হোসাইনকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ভুয়া ডিগ্রি সংবলিত ব্যবস্থাপত্র এবং চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।’

তিনি জানান, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে এবং বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে সে ভুয়া ডাক্তার হিসেবে দণ্ডিত হয়েছে।