• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

দোকানে বন্দুক রেখে মালিককে ফাঁসাতে গিয়ে দুই কর্মচারী ধরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

চট্টগ্রামের কোতোয়ালীতে মালিককে ফাঁসাতে দোকানে বন্দুক রেখে ফেঁসে গেলেন দুই কর্মচারী। এ ঘটনায় ওই দুই কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতাররা হলেন, নগরীর বাকলিয়া থানার বড় মিয়া মসজিদ এলাকার মৃত অজি উল্লাহর ছেলে আবদুল শুক্কুর ওরফে শুক্কুর মিস্ত্রি (৪০), নোয়াখালীর সেনবাগ থানার বাতানিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে মো. ইউসুফ সৌরভ (১৯) এবং নগরীর চকবাজার থানার চাঁন মিয়া মুন্সী লেনের মৃত আবদুস সোবাহানের ছেলে মোজাম্মেল হক (৪২)।

রোববার (৩ জুলাই) বিকেলে র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, পূর্ব শত্রুতার জেরে কোতোয়ালীর টেরিবাজারের ল্যান্ডমার্ক টেইলার্সের মালিক মো. এয়াকুব আলীকে ফাঁসাতে চান তারই কর্মচারী ইউসুফ ও শুক্কুর। তারা চকবাজারের মোজাম্মেলের মাধ্যমে একটি ওয়ান শুটার গান এনে দোকানে রাখেন। পরে তারা র‍্যাবকে জানান, দোকানে মাদক ও অস্ত্র আছে।

খবর পেয়ে অভিযান চালিয়ে দোকানে কোনো মাদক না পেলেও কাপড়ের তাক থেকে শুটার গানটি উদ্ধার করা হয়। এসময় র‍্যাব সদস্যরা বুঝতে পারে দোকান মালিককে ফাঁসাতে অস্ত্র রেখে তাদের খবর দেওয়া হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে শুক্কুর মিস্ত্রি ও ইউসুফ অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে মোজাম্মেলকে গ্রেফতার করা
হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দিয়ে নগরীর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।