• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঢাকার ২ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরিশালে গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ মে ২০২২  

রাজধানী ঢাকার মতিঝিল ও শ্যামপুর থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেলকে (৪৫) গ্রেপ্তার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল হোসেন বিপ্লব ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজধানীতে বসবাস করা বিপ্লব শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী।

বিপ্লব ঢাকার মতিঝিল থানায় ২০০৮ সালে ও ২০০৯ সালে শ্যামপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার অন্যতম আসামি।  

মতিঝিল থানার হত্যা মামলায় মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়া শ্যামপুর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়া মতিঝিল থানার আরেকটি মামলায় বিপ্লবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার সাজা পরোয়ানা উজিরপুর থানায় পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে উজিরপুর মডেল থানা পুলিশ কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেলকে তার শ্বশুরের জানাজার নামাজ শেষে বুধবার বেলা সাড়ে ১১টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।  

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেল  ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী ছিলেন। বিপ্লব মতিঝিল ও শ্যামপুর থানায় দুটি হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে মতিঝিল ও শ্যামপুর থানায় একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বিপ্লব উজিরপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।