• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

শ্রমিক দলের ৩২ নেতাকর্মী কারাগারে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

রাজধানীর মিরপুর থেকে গ্রেফতারকৃত শ্রমিক দলের ৩২ নেতাকর্মীকে দুই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ এ নির্দেশ দেন।
জানা গেছে, ১৬ জনকে গত ৩১ মার্চ বিএনপির একটি সভায় গণমাধ্যমের ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পারসনকে মারধরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- নেয়ামত আলী খান, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, রজ্জুব মিয়া, পারভেজ, মাসুম মিয়া, মাসুম ফকির, জাহাঙ্গীর আলম, আরিফ, মোস্তফা, সোহেল বেপারী, আলম, ফরিদ, আব্দুল হালিম, হাসান, বিল্লাল হোসেন।

এ মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ মার্চ ঢাকা মহানগর উত্তর যুবদলের আমন্ত্রণে মিরপুরে একটি ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্যে রিপোর্টার এবং ক্যামেরা পারসন পাঠায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। ক্যামেরা পারসন ইব্রাহিম খলিল যখন সেই অনুষ্ঠানের ফুটেজ সংগ্রহ করছিলেন তখন অজ্ঞাত লোকজন তাকে শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। এ ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের ব্যবস্থাপক নাফিজ আজিম বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা মামলায় শ্রমিকদল ও যুবদলের ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা হলেন- আপন মিয়া, আল আমিন শেখ, সোলায়মান হক, নাঈম আহম্মেদ, খোকন মিয়া, নাসিম, কবির হোসেন,  হারেছ, মোহন, মামুন, খলিলুর রহমান, নূরে আলম, পবিত্ৰ দেব শৰ্মা, ইমন, মনির ও আতিকুর রহমান।

এ মামলার অভিযোগে উল্লেখ করা হয়- ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সাজেদা চৌধুরীর স্মরনসভা ও কুলখানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়। ঐ সময় অজ্ঞাত ১৫০-২০০ জন লোহার রড লাঠিসোঁটা ও ইট নিয়ে রাস্তা আটকে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঐ ঘটনায় পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।