• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

অস্ত্র মামলায় বিএনপি নেতার ১০ বছর কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. বাহাউদ্দিন কাজী।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদি হাসান এলিচের আইনজীবী অ্যাডভোকেট শহিদুজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ২১ আগস্ট সকালে প্রাইভেটকারে করে টঙ্গী থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন তিনি। প্রাইভেটকারটি টঙ্গী রেলক্রসিং এলাকায় পৌঁছলে র‌্যাবের একটি দল গাড়ি থামিয়ে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হলে ৩১ আগস্ট তাকে অভিযুক্ত করে গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।