• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

যুদ্ধাপরাধীদের শহীদ বলা আদালত অবমাননার শামিল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

যুদ্ধাপরাধীদের শহীদ বলে আখ্যা দেয়া আদালত অবমাননার শামিল বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এদিকে যুদ্ধাপরাধী এবং রাজাকারের সন্তানদের রাজনীতি বন্ধ করা, ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের শহীদ বলার পথরুদ্ধ করতে আইন করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বলেন, এই আওয়ামী সরকারকে বলে দিতে চাই যখন আপনারা ক্ষমতা ছেড়ে বাড়ি যাবেন একা যেতে পারবেন না, আমরা বাধ্য করব প্রতিটা শহীদের বাড়িতে ক্ষমা চেয়ে যেতে হবে।

কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মামের এমন বক্তব্যে দলের ভেতরে আলোচনা হলেও দায় নিতে রাজি নয় বিএনপি। হুম্মামের বক্তব্য ব্যক্তিগত বলে পরিস্থিতি এড়িয়েছে দলটি।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যার দায়ে ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধীর ছেলের এমন বক্তব্যকে ধৃষ্টতা হিসেবে দেখছেন বিচারসংশ্লিষ্টরা। এরই মধ্যে সাকা চৌধুরীর চট্টগ্রামের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। রাজাকারদের সন্তানদের রাজনীতি নিষিদ্ধ, বাড়িঘর-সম্পত্তি বাজেয়াপ্ত করতে ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছে তারা।

এ ছাড়া যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ দণ্ড কার্যকর হওয়া অন্য ব্যক্তিদেরও শহীদ বলে আখ্যায়িত করে আসছে অপরাধী সংগঠন জামায়াত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আদালত অবমাননা করেছেন হুম্মাম। এ কারণে তাকে আনতে হবে আইনের আওতায়।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যেটা বলছেন তার মাধ্যমে আমাদের সংবিধান ও আইন-আদালতকে তিনি অস্বীকার করছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, এটা তো আদালত অবমাননারও শামিল। আমাদের উচ্চ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।

আইন করে যুদ্ধাপরাধীদের সন্তানদের রাজনীতি বন্ধ করা, যুদ্ধাপরাধীদের শহীদ বলার পথরুদ্ধ করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, এ দেশে বঙ্গবন্ধু শহীদ হবে, নিজামী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকেও শহীদ বলা হবে। শহীদের এত বড় অপমান তো আর কিছু হতে পারে না। সে জন্য আমরা মনে করি, এটা একেবারে আইন করে দিতে হবে যাতে যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হচ্ছে, গণহত্যার দায়ে যাদের বিচার হচ্ছে এরা নামের সঙ্গে কেউ শহীদ লিখতে পারবে না। এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে ও সন্তানদের রাজনৈতিক অধিকার রোহিত করতে হবে।

এসবের বিরুদ্ধে রাষ্ট্রের আরও কঠোর হওয়ার দাবি একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটির।