• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ দিনের মধ্যে এসি-কম্পিউটার-টেবিল-চেয়ার স্থাপনের নির্দেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

তিন দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের বিদ্যমান সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত কমিশনার আইজিপি হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) ডিএমপি কমিশনারের এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা তাকে মিডিয়া সেন্টারের অব্যবস্থাপনা অবহিত করলে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ১০ বছর আগে ডিএমপির তৎকালীন কমিশনার ড. বেনজীর আহমেদ সংস্থার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে সাংবাদিকদের রুমে দুটি কম্পিউটার, বসার জায়গায় সোফা ও এসি সংযুক্ত করেন। তবে ধীরে ধীরে জরাজীর্ণ অবস্থায় পতিত হয় কক্ষটি।

কক্ষের কম্পিউটার, এসি, সোফা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। গণমাধ্যমকর্মীরা আগের কমিশনারসহ ঊধ্বর্তনদের অবহিত করলেও পরিবর্তন হয়নি।

গত শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। নতুন কমিশনার হিসেবে হাবিবুর রহমান সোমবার ‘মিট দ্য প্রেস’ শেষে সাংবাদিকদের বসার জায়গা পরিদর্শন করে নতুন করে সবকিছু স্থাপনের নির্দেশ দেন।

পরিদর্শনে সাংবাদিকদের কাছে তিনি জানতে চান- কয়দিনের মধ্যে বদল চান এই অবস্থার? সাংবাদিকরা জানান, সাত দিনের মধ্যে বদল চান তারা। এর প্রেক্ষিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনার প্রতিশ্রুতি দেন সাত দিন নয়, তিন দিনে বদলে যাবে ডিএমপি মিডিয়া সেন্টারের সাংবাদিকদের বসার জায়গা।

তিনি তাৎক্ষণিকভাবে ডিসি মিডিয়া ও ডিসি লজিস্টিককে ডেকে একটি এসি, দুটি নতুন আপডেটেড কম্পিউটার, নতুন সোফা ও টেবিল-চেয়ার স্থাপনের নির্দেশ দেন। তার এমন ঘোষণায় গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক কমিশনারকে ধন্যবাদ জানান।

নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেন, যেকোনো জায়গায় পরিবর্তন দরকার হলে আগে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অপরাধবিয়ষক সাংবাদিকদের পেশাগত কাজে ডিএমপি’তে আসতে হয়, মিডিয়া সেন্টারে বসতে হয়। এখানকার পরিবেশ জন ও সাংবাদিকবান্ধব হওয়া উচিত।

এর আগে ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেই রাজারবাগে ফোর্সদের ব্যারাকে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সরেজমিনে তিনি সদস্যদের থাকার জায়গা, রান্নাঘর, বাথরুম, জিমনেসিয়াম পরিদর্শন করেন। তাৎক্ষণিক তিনি সদস্যদের থাকা-খাওয়ার সমস্যা সমাধানে নির্দেশনা দেন। পাশাপাশি খাবারের তালিকায় মৌসুমি ফল পরিবেশনের নির্দেশ দেন তিনি।