• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

২১ মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ দ্রুত শুরুর সুপারিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

বাংলাদেশের প্রখ্যাত ২১ জন মনীষীর নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে আরম্ভ করার জন্য কমিটি সুপারিশ করা হয়েছে।
সোমবার একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের অগ্রগতি, প্রতিষ্ঠিতব্য সৈয়দ শামসুল হক স্মৃতিকেন্দ্রে অথবা জেলা শিল্পকলা একাডেমিতে কয়েকটি কক্ষ বাড়িয়ে সেখানে ভাওয়াইয়া রিসার্চ সেন্টার স্থাপন ও কুড়িগ্রামকে ভাওয়াইয়া নগরী হিসেবে স্বীকৃতির বিষয়টির অগ্রগতি, ‘জাতীয় প্রত্নতত্ত্ব অনুসন্ধান ও জরিপ’ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি এবং প্রাপ্ত প্রত্নবস্তুসমূহের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত উন্নতমানের ল্যাব স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সর্ম্পকে বিশদ আলোচন করা হয়। এছাড়া বিগত ৩৫তম ও ৩৬তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে নিজস্ব কনসালটেন্সির মাধ্যমে স্থাপত্য নকশা ও প্রাক্কলন তৈরি করে ২৩টি উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ  প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।