• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

আরো ৯ লাখ টন চাল কিনবে সরকার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

বাজার স্থিতিশীল রাখতে আরও ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দর প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ৪ লাখ টন চাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে। বাকি ৫ লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। দ্রুততম সময়ে চাল আনার জন্য দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।

খরার কারণে এবার আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় চালের যাতে কোনো ঘাটতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই বড় ধরনের ক্রয় পরিকল্পনা নিয়েছে সরকার।

এর আগে ভারত ও মিয়ানমার থেকে সাড়ে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার, যার অনুমোদন এরই মধ্যে ক্রয় কমিটি দিয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখন নতুন করে আরও ৯ লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিল সরকার।

বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম এখনও চড়া। ভোক্তা যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারে, সে জন্য অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়াতে শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে সহজ করা হয়েছে আমদানি।

এসব উদ্যোগের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং শিগগিরই চালের দাম কমে আসবে বলে আশা করছে সরকার।