• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির সময় দুইদিন বাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল সংস্থাটির। অধিকাংশ এলাকায় বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ না হওয়ায় সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার টিসিবি’র মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শেষ হয়নি। সেজন্য সময় বাড়িয়ে ক্রেতাদের পণ্য কেনার সুযোগ দেওয়া হয়েছে।

হুমায়ূন কবির বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশ মতো। অনেকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় পণ্য সংগ্রহ করতে পারেননি। সেজন্য ঈদের পর দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি চলতে পারে। তখন তারা পণ্য সংগ্রহ করতে পারবেন।

ট্রাকসেলে পণ্য বিক্রি শেষ হওয়ার প্রায় দুই মাস পর সারাদেশে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় টিসিবি।