• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

লোডশেডিং নিয়ে সিদ্ধান্ত আসতে পারে দুপুরে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

সারা দেশে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে ওই সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) এক অনুষ্ঠানে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সাশ্রয় করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক লোডশেডিং চালু করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধারণা করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা করতেই আজকের এই সভা।

জানা গেছে, দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

ওই সভায় উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ ছাড়া বিদ্যুৎ–সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে ওই সভায়। এমনকি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকবেন।

অন্যদিকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।