• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সংসদে পেশ হচ্ছে ইসি গঠন আইনের প্রতিবেদন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটি বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠন আইনের রিপোর্ট চূড়ান্ত করেছে। জরুরি এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা-অযোগ্যতার অংশে দুটি পরিবর্তন এনে বিলটি চূড়ান্ত করা হয়। বিলটির রিপোর্ট বুধবার সংসদে পোশ করা হবে, আর বিলটি দু এক দিনের মধ্যে পাশ হয়ে যাবে বলে জানা গেছে।

এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার জানিয়েছেন, বুধবার (২৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর আগে গত রবিবার দুপুর সাড়ে ১২টায় বিলটি সংসদে উত্থাপণ করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে সেটি ৭দিনের মধ্যে রিপোর্ট দিতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হলেও মাত্র ২৪ ঘন্টার মধ্যে সোমবার দুপুরে বৈঠকে বসে কমিটি ইসি গঠনের বিলটি চূড়ান্ত করে ফেলেছে। 

তিনি বলেন, আইনমন্ত্রী চাইলে বুধবারই বিলটি পাশ হতে পারে।

তবে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, বুধবার বিলটির রিপোর্ট কমিটির সভাপতি সংসদে উপস্থাপন করবেন। তবে বুধবারই এটি পাশ হবে না। কেননা, এটি নিয়ে সংসদ সদস্যদের জ্ঞাত করতে বা মতামত আছে কিনা তার জন্য আমরা কিছুটা সময় দেব। সে জন্য পরবর্তি ১-২দিনের মধ্যে বিলটি পাশের জন্য আমরা প্রস্তাব করবো।

গত ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পরের দিন ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। 

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আইনটি পাস করে নতুন নির্বাচন কমিশন গঠনের দিকে হাঁটছে সরকার।