• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

হাফ পাস: বেসরকারি বাসের বিষয়ে বৈঠক আজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া কার্যকর করার ঘোষণা এলেও বেসরকারি বাস-মিনিবাস মালিকরা এখনও এ বিষয়ে রাজি হয়নি। এ বিষয়ে আজ শনিবার বিআরটিএতে বৈঠক হবে।

গণপরিবহনে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালু করতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রক্ষিতে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, বিআরটিসি বাসে ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবে এবং বিআরটিসি শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

একইসঙ্গে বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসের বিষয়ে মন্ত্রী বলেন, শনিবার বিআরটিএতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবারও শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করলেও তাদের রাজি করাতে পারেনি সরকার।