• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পদ্মায় ১০ দিনের মধ্যে ফেরি চালু: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে স্রোত নিয়ন্ত্রণে এলে পদ্মায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু করা যাবে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে, ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই-কমিশনার বিনয় জর্জ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি বলেন, মাওয়ায় এখনো ফোর নট কারেন্ট (৪ নটিক্যাল মাইল বেগে স্রোত) চলছে। এর নিচে এলে তখন এটা আমরা চালু করব। এখন পানির প্রবাহ বাড়ছে। আজকেও খবর নিয়েছি অতিরিক্ত পানির প্রবাহ আছে।

তিনি বলেন, এ অবস্থায় হয়তো মাওয়া থেকে বাংলাবাজার যাওয়ায় অসুবিধা নেই, কিন্তু ফিরতে খুব সমস্যা। স্রোতের মধ্যে ঝুঁকিটা আমরা নিতে চাচ্ছি না। 

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু এমন একটি সেনসেটিভ জায়গায় চলে গেছে যে, বাংলাদেশের ১৬ কোটি মানুষ পদ্মা সেতুকে সব থেকে আপন স্থাপনা মনে করে। নিজের বাড়িঘর থেকেও পদ্মা সেতুকে আপন মনে করে। মনে করে এটিই বাংলাদেশ। কাজেই এ জায়গাটায় আমরা সতর্ক আছি।

পদ্মায় অস্বাভাবিক পানি বেড়ে তীব্র স্রোত দেখা দেয়ায় গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ। এর আগে পদ্মা সেতুতে পাঁচ দফা ফেরির ধাক্কা লাগে।