• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

মাদারীপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে তিনদিন ব্যাপি কৃষি উন্নয়নের মাধ্যমে ‘পুষ্টি খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী সদর উপজেলার আচমত আলী খান মিলাতায়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইমাম, পুরোহিত, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ফলিত পুষ্টি খাদ্য কৃষি মৎস, প্রাণীসম্পদ ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগত কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্ত রানী সরকার। পরে কর্মশালাটি পরিচালনা করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম। দেশে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্য উন্নয়নের লক্ষে বারটানের ভূমিকার আলোচনা করা হয়।
প্রশিক্ষণের শেষের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।