• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ও জনগণের অধিকার নিরাপদ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই দেশকে অন্ধকারে নিয়ে যেতে চায় বিএনপি, জামাতি, খুনি জিয়া মোস্তাকগন। আমরা সেটা হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা মনে করি, বাংলার মানুষ মনে করে, বিশ্ববাসী মনে করে, শেখ হাসিনা ৭৫রের ১৫ আগস্টের পরে সবচেয়ে জনপ্রিয় নেতা, জনপ্রিয় মানুষ, সৎ দক্ষ নেতৃত্ব, শক্তিমান জনপ্রিয় নেতা হলেন আমাদের দেশরন্ত শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, তার হাতেই জনগণের অধিকার নিরাপদ। মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ভুইয়া কমিনিটি সেন্টারে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান খান জামালের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
নাছিম আরও বলেন, শেখ হাসিনার হাতেই দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের,  লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে  রক্ষা করে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং আপনারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন, আমরা যেকোন মূল্যে দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে প্রতিহত করবো এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়া পযন্ত আমরা সর্তক থাকবো। বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধি শীল দেশে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ’’
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সাম্পাদক পাভেলুর রহমান শফিক খানসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।