• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিএনপির অন্ধের মত চোখে কিছুই দেখে না

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, দেশে এত উন্নয়নের পরে বিএনপির যে নেতারা বলে উন্নয়ন হয়নি তাদের চোখে ছানি পরেছে। তাদের চোখের অপারেশন করা দরকার। অন্ধ মানুষ যেমন চোখে ছানি পরলে কিছু দেখে না তেমন বিএনপিরা শেখ হাসিনার উন্নয়ন দেখে না। তাদের চোখের অপারেশন হলে তারা দেখতে পায়। যেমন খালেদা জিয়া আগে এইসব কথা বলতেন তারপরে তিনি লন্ডনে গিয়ে চোখের অপারেশন করার পরে আর তিনি বলেননি। রোববার মাদারীপুর শহরের চরমুগরিয়া মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষ তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন এখন শুধু বাংলাদেশে নয় এখন বিশ্বও দেখছে বিশ্ব বিস্ময়ের সাথে তাকিয়ে আছে।শেখ হাসিনার উন্নয়ন দেখে আমারা উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছি। বাংলাদেশ গ্রামকে শহরে পরিণত করে দিয়েছে এটা তার একটা প্রতিশ্রুতি ছিল। গ্রামের প্রতিটি বাড়িতে এখন গাড়ি নিয়ে যাওয়া যায়। রাস্তাঘাট ব্রিজ কালভার্টব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  সবকিছুই শেখ হাসিনার আমলেই হয়েছে।
শাজাহান খান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখাবে ততদিন শেখ হাসিনা ক্ষমতা থাকবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। এই বাংলার জনগণ আর হাওয়া ভবনের লুটপাটের যুগে ফিরে যেতে চায় না।
বিএনপিকে লুটপাটের আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, বিএনপি বাংলাদেশকে পিছনের দিকে ফিরিয়ে নিতে চায় অর্থাৎ তারা লুটপাট করবে, খাদ্যের ঘাটতি করবে, বিদেশে টাকা জামাবে, পাচার করবে, এই সমস্ত কাজ নিয়ে তারা ব্যস্ত সেটা না পারায় শেখ হাসিনা সরকারকে তারা উৎখাত করতে চায়। যা কোনদিনও সম্ভব নয়।
এ সময় মাদারীপুর চরমুগরিয়া মহাবিদ্যালয় অধ্যক্ষ মো. হান্নান মোল্লা, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।