• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

পর্দার অন্তরালে শকুনের মতো থাবা দিবে বিএনপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যা শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি এখন বলছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে। শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাঁধা সৃষ্টি করেনি, আর করবেও না। কিন্তু এই আন্দোলনের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। সেটি হলো, নাকশতা সৃষ্টি করা। পর্দার অন্তরালে শকুনের থাবা অপেক্ষা করছে, যেকোন মুহুর্তে বিএনপি থাবা দিবে। সেজন্যই সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক করে দেয়া হয়েছে। সমন্বিত সরকারি অফিস ভবনের দোতলার সেমিনার রুমে জেলার ৫টি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য আরো বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে পতনের জন্য বিএনপি নানা ধরনের কর্মসূচি দিয়েছিল। ২০১৪ সালে প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, ভোটারদের পায়ের রগ কেটেছিল। ২০১৮ সালেও প্রতিরোধ করার চেষ্টা করেও পারেনি বিএনপি। ক্ষমতায় থাকতে যেমন মানুষ হত্যা করেছিল বিএনপি, তেমনি ক্ষমতার বাইরে এসেও মানুষ হত্যা করেছিল। গাড়ির মধ্যে পেট্রোল বোমা মেরে অসংখ্যক মানুষ হত্যা করেছে। এই হত্যাকান্ড চালিয়ে বিএনপি চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু পারেনি।
সাবেক এই নৌপরিবহন মন্ত্রী শাজাহান বলেন, রোডমার্চের নামে কোন ধরনের নাশকতা ঘটালে সরকার, জনগণ, প্রশাসন কেউই বসে থাকবে না। সেগুলো প্রতিহত করবে আওয়ামী লীগ সরকার। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন বাঁধা আওয়ামী লীগের পক্ষ থেকে আসবে না। জনগনের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আর আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মেদ খান, ২৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক আয়ুব আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকিরসহ অনেকেই।