• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

ইনস্টিটিউট অব ফ্রন্টেয়ার টেকনোলজি এর নির্মান কাজের উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন 'এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে।’
এসময় প্রতিমন্ত্রী বলেন, মাদারীপুরের শিবচর থেকে ভবিষ্যত বিজ্ঞানী, ভবিষ্যত প্রযুক্তিবিদ, ভবিষ্যত সারা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবার মতো মেধাবী ছেলে মেয়েরা তৈরি হবে।মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এর নির্মান কাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি বলেন, আমরাও ভাগ্যবান আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার  সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি।আমরা মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি।আমাদের ভবিষ্যত প্রজন্ম যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানের পড়ার সুযোগ পাবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১), এনডিসি, জি.এস.এম. জাফরউল্লাহ, এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।