• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করার পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তারপরও জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে না এটা আমরা বিশ্বাস করি না। জনগণ শেখ হাসিনার পক্ষে,  এমনকি আমেরিকার জরিপে আমরা দেখেছি শেখ হাসিনা পক্ষে জনগণের সমর্থন আছে ৭০ ভাগ। মাদারীপুর সদর উপজেলার এমপির বাসভবনের হলরুমে জেলার ডিপ্লোমা ডাক্তারের সাথে মত বিনিময়ে শেষে  সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় মাদারীপুর জেলার দুই শতাধিক ডিপ্লোমা ডাক্তারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।