• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

পেটের মধ্যে থেকে ইয়াবা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পে একটি বিশেষ আভিযানিক দল। পরে গ্রেফতারকৃত একজনের পেটের ভিতর থেকে দুই হাজার চারশত পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর চরদক্ষিণপাড়া গ্রামের জহির হোসেনের ছেলে মো. বিল্পব হোসেন (৪০), রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. বায়েজীদ (২৮)।
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে রোববার দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, পারস্পারিক যোগসাগেসে টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে আসে। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের  ভিতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরী  চিকিৎসা সেবা দিলে একজন আসামীর পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভিতর হতে দুই হাজার চারশত পনেরো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত  তিনটি মোবাইল ফোন ও দুইটি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।