• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তি উদযাপন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তরুনদের আইডল, তিনি ছিলেন দেশের একজন মহানায়ক, তিনি দেশের জন্য জীবন দিতেও কখনো পিছপা হতেন না। বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সাথে মাথা নত করতেন না। তিনি মানুষ ও দেশকে ভালবাসতেন। তিনি দেশকে ভালোবাসতেন বলেই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। স্বাধীনতা পেয়েছি।  একটি স্বাধীনরাষ্ট্রে বসবাস করতে পারছি।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈনউদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধারা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।