• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায় তারা দেশের শত্রু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি  শাজাহান খান বলেন, শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায় তারা দেশের শত্রু,জাতির শত্রু, জনগনের শত্রু। ১৯৭৫ সালে যেমন জিয়াউর রহমান পরিকল্পনা করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছে, সেভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চাচ্ছে। বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
একই অনুষ্ঠানে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ ও আইনের আওতায় এনে বিচারের দাবী জানানো হয়।
মাদারীপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম মিয়া সভাপতিত্বে ও আওয়ামী মৎস্যজীবী লীগ, মাদারীপুর পৌর শাখার সভাপতি সাইফুল কাজীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।