• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট ও মস্তফাপুর বাসস্ট্যান্ড বিভিন্ন ফলের দোকানে মাদারীপুর  ভোক্তা অধিকারের  মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযান পরিচালনা করে। এসময় পৃথক স্থানে মোট ২৫ হাজার টাকা জরিমানা  করে আদায় করা হয়। রমজান আগমন উপলক্ষে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  মঙ্গলবার  দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর  টেকেরহাট বাজারে ও  মস্তফাপুর বাস্ট্যান্ডের ফলের আড়তে  এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন, পণ্যের মোরগ ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, কারনে পৃথকভাবে পৃথকস্থানে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রমজান  উপলক্ষে মাইকিং করে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।