• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

মাদারীপুর দর্পন
ব্রেকিং:

বাংলাদেশকে পিছনে টেনে রাখতে ষড়যন্ত্র করছে বিএনপি জামাত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশকে পিছনে টেনে রাখতে জন্য কিনা  ষড়যন্ত্র করেছে বিএনপি জামাত মিলে, তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল আগুন সন্ত্রাস সৃষ্টি করেছে, পেট্রোল বোমা দিয়ে গাড়ি পুরিয়েছেন মানুষ পুড়িয়েছে, ৯২ জন ড্রাইভার হেলপার ১৭ জন পুলিশ ৩ জন বিজিবি জোয়ান ২ মুক্তিযোদ্ধা  ব্যাংক কর্মচারীসহ অসংখ্য নারী  শিশু কে পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছেন। তার হাত থেকে রক্ষা করার জন্য সকল শ্রেণীর পেশার মানুষ রুখে দাঁড়িয়েছিল ও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমরা সেদিন মাঠে নেমেছিলাম।

আমাদেরকে মনে রাখতে হবে আবার সেই বিএনপি জামাতসহ কিছু রাজনৈতিক দল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য  মাঠে উত্তাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে।

মাদারীপুরের রাজৈরের ঐতিহ্যবাহী রাজৈর মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এর ৫৫ তম ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এবং এসএসসি ২০২২ কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি একথা বলেন।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন সাহা,  রাজৈর পৌর আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) মতিয়ার রহমান মতি, রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দরা ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজৈর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন্দ্রনাথ বাড়ৈ।