• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

মাদারীপুর দর্পন
ব্রেকিং:

বিএনপি জয়লাভ করলেই কি নির্বাচন সঠিক?

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি সুপ্রীম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমলোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বুধবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল খনন কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, সুপ্রীম কোর্টে দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করে। তারমধ্যে একটি দল জয়লাভ করবে, আরেকটি দল পরাজয়বরণ করবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ জয়লাভ করলে, বিএনপি মনে করে নির্বাচন সঠিক হয়নি। বিএনপি জয়লাভ করলে নির্বাচন সঠিক, এটা তাদের ধারণা। সুপ্রীম কোর্টে আইনজীবিরা ভোটার, তারা যাদের ভোট দিবে সেই নির্বাচিত হবে। এই ঘটনাকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফকরুল প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তারও কঠোর সমলোচনা করে শাজাহান খান বলেন, বিএনপির অহংকার বেড়েছে। তারা মনে করে, সমাবেশ আর মিছিলের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করবে। তা কিন্তু পারে নাই। বিএনপি নানান ধরনের কথাবার্তা অনেক আগ থেকেই বলে আসছে, এমনকি এখনো বলছে। ভবিষ্যতে এমন অপ্রচার করেই যাবে। শেখ হাসিনার অহংকার নয়, অহংকার বেড়েছে বিএনপি’র। শেখ হাসিনার পিতা দেশ স্বাধীন করেছেন, সেই হিসেবে তিনি কখনই অহংকার করেন না। শেখ হাসিনার সবসময় দেশ ও জনগনের প্রতি ভালাবাসা প্রকাশ পেয়েছে।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন প্রমুখ।