• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ ডিজিটাল পরিণিত করতে স্মার্ট বাংলাদেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশকে আরো মজবুক, টেকসই ও পরিণিত করতে স্মার্ট বাংলাদেশ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি শুক্রবার বিকেল ৫টায় মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ও বাস্তবতা। সেই বাস্তবতাকে আরো পরিণিত করতেই সরকার স্মার্ট বাংলাদেশের দিকে এগাচ্ছে। তার জন্যে চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে। তা হলো স্মার্ট শাসন ব্যবস্থা, স্মার্ট কমিউনিটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সিটিজেন। এই চারটি বিষয়কে অধিক গুরুত্ব দিয়েই সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।’
তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষার জন্যে আগামী ২১০০ সালকে মাথায় রেখে ডেল্টা প্লান করেছে সরকার। যার ফলে দুর্যোগ মোকাবেলায় আমরা সক্ষমতা অর্জন করতে পারবো। এরই মধ্যে মেক্ট্রোরেল উদ্বোধন হয়েছে। আর কিছু দিনের মধ্যেই চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল চালু করা হবে। এতেই প্রমাণ হচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছে। আর এর সব কিছুর পরিকল্পণাকারীই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এসময় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ১২ দিন ব্যাপী মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় বিশেষ অতিথি ছিলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আ’লীগের সভাপতিমÐলীয় সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর ৩ আসনের সাংসদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, জাতীয় সংসদের সচিব আব্দুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
এর আগে সকাল ১২টায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন। এছাড়াও তিনি মাদারীপুরে সাবেক আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আচমত আলী খানের কবর জিয়ারত ও তার পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তিনি চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম প্রদর্শণ উদ্বোধন করেন।