• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে কোমলমতি শিশুরা পেল নতুন বই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি বছরের প্রথম দিনই মাদারীপুরে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এবার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি চাহিদার বিপরীতে শিক্ষার্থীরা বই পেয়েছে ৩ লাখ ৭৩ হাজার ১৫০টি। যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম।
কাগজ সংকটে বই ছাপাতে দেরি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে সকল বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ৫টি উপজেলায় ৯৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৫০ হাজার ১শ ১৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য শতভাগ ২৭ হাজার ৪শ ৪টি বই বিতরণ করা হয়েছে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ৭ লাখ ১৬ হাজার ৮শ ৪৭টি বই চাহিদার বিপরীতে ৩ লাখ ৭৩ হাজার ১শ ৫০টি বই বিতরণ করা হয়েছে।

মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী আবদুল্লা আল রাফসির মা রিক্তা আক্তার বলেন, আমার ছেলে আজ নতুন বই পেয়েছে। ৬টি বইয়ের মধ্যে ৩টি বই দেওয়া হয়েছে। শিক্ষকরা বলেছেন আগামী সপ্তাহে বাকি বইগুলো দেওয়া হবে।
৩য় শ্রেণির ছাত্র আলিম উজ্জামান বলে, গতবছর প্রথম দিনে সব বই পেয়েছিলাম। এ বছর এখনও সব বই পাইনি। বই পেয়ে খুশি তবে সব বই পেলে আরও খুশি হতাম।
এ বিষয়ে মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, কাগজ সংকটে কারণে বই ছাপাতে দেরি হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে। ইতোমধ্যে সব ধরনের বই ছাপানোর কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি বইগুলো জেলা ও উপজেলায় চলে আসবে। এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।