• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে চক্ষু হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

 


মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে লাইসেন্স নবায়ন না করায় একটি চক্ষু হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় এ অভিযান চালানো হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান জানান, রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে টেকেরহাট বন্দরে ‘ঢাকা প্রোগেসিভ লায়ান্স চক্ষু হাসপাতাল;-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 এছাড়া নানা অভিযোগের বিষয়ে সর্তক করে দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। আগামী একমাসের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে পরবর্তীতে আবারো অভিযান চালানোর কথা জানান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান আরো জানান, অধিক অর্থ নিয়ে নাম্যমাত্র সেবা দেয়ার অভিযোগ রয়েছে চক্ষু হাসপাতালটির বিরুদ্ধে। এছাড়া ভুয়া চিকিৎসক বসারও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে অধিকতর যাছাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।