• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি, তিন দোকানীকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল শিশুখাদ্য বিক্রি বন্ধে তিনটি দোকানে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ শেষে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্র জানায়, পুরান বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল শিশুখাদ্য বিক্রি করা হচ্ছে। এমন এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে মেসার্স মনির স্টোর, বিসমিল্লাহ স্টোর ও আলামিন-আলম স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য হরলিক্স, ভেজাল তালমিশ্রি, চিপস, চানাচুর, ঝালমুড়ি ও নকল আকিজ বিড়ি পাওয়া যায়। এসব পণ্য দোকানে মজুদ ও বিক্রি করার অপরাধে মেসার্স মনির স্টোরে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরে ৮ হাজার টাকা ও আল-আমিন স্টোরে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ সময় জব্দ করা নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালীন সময় মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভুইয়াসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিযানে তিনটি দোকানেই মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ভেজাল পণ্য পাওয়া যায়

। দোকানীরা তাদের অপরাধ স্বীকার করায় প্রথমবার সর্তকতামূলক ৩৪ হাজার টাকা জরিমানা করেছি। খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’