• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

অনিয়ম পেলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নিবেন জেলা প্রশাসক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদারীপুর পৌর শহরের থানতলী এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

খাদ্য অফিসার বলেন, মাদারীপুর জেলায় টিসিবির কার্ডধারী ৬ হাজার ৪০০ পরিবার মাসে দু’বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। তবে সাধারণ ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। জেলার চারটি পৌরসভার মধ্যে ৪০ জন ডিলামের মাধ্যমে এ কার্যক্রম চলবে। ৩০ টাকা কেজি দরে দৈনিক ২০ টন চাল বিক্রি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেনসহ খাদ্য কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের ভিড় ছিল।

এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আশা করি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন। কোন ডিলার অনিয়ম করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।