• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে জেলা আন্তঃ স্কুল অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী জেলা আন্তঃ স্কুল অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা করলে দেহ মন উভয়ই ভালো থাকে। মাদক থেকে দূরে থাকা যায়। তাই আজকের খেলায় যারা চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে উভয়কেই অভিনন্দন।

আয়োজকরা জানান, দুইদিন ব্যাপী জেলা আন্তঃ স্কুল অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় জেলার ৪টি উপজেলার মোট ৮টি স্কুল অংশগ্রহণ করে। এতে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় কে ৩-০ গোলে পরাজিত করে আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল চ্যাম্পিয়ান হওয়ার শিরোপা অর্জন করে।

জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, ইয়োগা কোচারু সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, খেলোয়ার আফজাল হোসেন মানিক, ক্রীড়ামোদী সহ অনেকেই।