• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ফিলিং স্টেশনগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ভোক্তারা যাতে প্রতারিত না হয় এ বিষয়ে তদারকি করা হয়। কয়েকটি ফিলিং স্টেশনকে সরকারি নিয়ম-নীতি পালনের ব্যাপারে সতর্কতা প্রদান ও অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর-এর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এই অভিযান পরিচালনা করেন। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান এবং সরকারি নিয়ম-নীতি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন।