• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ওয়ালটন শো রুমকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর পুরান বাজারে বেশি দামে চার্জার ফ্যান ও এলইডি লাইট বিক্রি করায় ওয়ালটন শো রুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ জুলাই) দুপুরে পুরান বাজার প্রধান সড়কের ভূঁইয়া বাড়ির মোড় এলাকায় ওয়ালটন শো রুমে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন, জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মাদারীপুর পুরান বাজার এলাকার ওয়ালটন শোরুমে অভিযান পরিচালনা করি। আমরা এখানে এসে দেখি একটি চার্জার ফ্যান ১হাজার ৬শত টাকা লাভে বিক্রি করা হচ্ছে যা ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য বেশি। এছাড়া একটি এলইডি লাইটেও ১শত ৮০ টাকা লাভে বিক্রি করা হচ্ছে। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তাদের সতর্ক করে গিয়েছি। তারা পরবর্তীতে যেন ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের লিমিট রেখে পণ্য বিক্রয় করে। ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে ভোক্তাদের অধিকার আদায়ে আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।