• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে এক সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার সকালে শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা।
আলোচনা সভায় জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, ৬৪ জেলার মধ্যে ভালো পরিবেশের দিক থেকে মাদারীপুর জেলা প্রথম হয়েছে। আমরা এ পরিবেশটিকে ধরে রাখতে চাই। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। এই মেলা উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিটি উপজেলায় ২০ হাজার খেজুরের চারা লাগানো হবে। যেহেতু জেলার ব্রান্ডিং করা হয়েছে খেজুর গাছকে।