• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

আগামী মাসের জুনেই চালু হবে পদ্মাসেতু: শাজাহান খান এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ মে ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান জানিয়েছেন আগামী মাসের জুনের যেকোন দিন চালু হবে পদ্মাসেতু। ঈদের ছুটি শেষে দিন-তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি এ কথা জানান।

এ সময় শাজাহান খান বলেন, দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যাতায়াত করতে পারবেন। পদ্মাসেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। রেল লাইন পদ্মাসেতু চালুর পরে হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া পদ্মাসেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হব।

মাদারীপুর পৌরসভার আয়োজনে সকাল ৮টায় ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিরত-এর জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। এতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমূখ।

এখানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে আরশেআজমের মালিক শাহেনশাহ রহমানুর রহিম আল্লাহ তায়ালার প্রত শুকরিয়া আদায় করেন।