• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাদারীপুরে টিসিবির পণ্য বিতরণে পরিমাপে সঠিক আছে কিনা জানতে মাঠে জেলা প্রশাসন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২  

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য মাপে সঠিক দেয়া হচ্ছে কিনা মাঠ পর্যায়ে যাছাই করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে এর কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় নিন্ম আয়ের পরিবারের জন্য বারদ্দকৃত ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ লিটার তৈল ও ২ কেজি চিনি পরিমাপে সঠিক দেয়া হচ্ছে কিনা তা ওজন স্কেল দিয়ে পরিমাপ করেন জেলা প্রশাসক। সবকিছু ওজনে সঠিক পরিমাপে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ৫শ’ ৬০ টাকার বিনময়ে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।

এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইঈুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর সচিব খোন্দকার ফিরোজ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৮শ’ ৬৭ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। সরকারি নিয়ম মেনেই এসব খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই। 

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে জেলায় ৫১ হাজার ৩শ’ ২৬ জন উপকারীভোগীকে এই সুবিধা হয়েছে। প্রথম পর্যায় শেষ হবার পর দ্বিতীয় পর্যায় বিতরণ কার্যক্রম চলছে।