• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এবারের প্রতিপাদ্য- ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) শিমুল কুমার সাহা।

মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডাঃ মুনির আহমেদ, মাদারীপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ মোঃ নাসির উদ্দিন, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল কুমার পান্ডে।