• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

মাদারীপুরে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ২৪ জন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি)  শূন্য পদে নতুন চাকুরী পেলেন ২৪ জন। এর মধ্যে ২১ জন পুরুষ ও ৩ জন নারী।

বুধবার সন্ধ্যায় মাদারীপুর পুলিশ লাইনের অডিটোরিয়ামে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার।

জানা যায়, সরকার ঘোষিত পুলিশ নিয়োগের শূন্য পদে নতুন নিয়মে প্রতিটি জেলায় বাস্তবায়ন করা হয়। মাদারীপুর জেলায় সরকার ঘোষিত শূন্য পদ ছিল পুরুষ ২১ ও নারী ৩। ২৪ টি শূন্য পদের বিপরীতে ৯৫০ জন চাকুরী প্রত্যাশীদের নিয়ে যাত্রা শুরু হয় এবং বিভিন্ন ধাপের পরে ২০৯ জনকে লিখিত পরিক্ষায় আনা হয়। এবং ২০৯ জনের মধ্যে ৬৯ জন প্রতিটি পরিক্ষায় উত্তীর্ণ হয়। সম্পূর্ণ লিখিত ও মৌখিক পরিক্ষায় ফলাফল নিয়ে মেধা তালিকা করা হয়। মেধা তালিকা অনুযায়ী বিভিন্ন কোঠা বিভাজন করে ২১ জন পুরুষ ও ৩ জন নারীকে মনোনীত করা হয়।

চাকুরীতে মনোনীত তানজিলা আক্তার জানায়, আমি চাকরির জন্য আবেদন করে সব পরিক্ষা দিয়ে নিজের যোগ্যতায় উত্তীর্ণ হয়েছি। আমি জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।

কাজী তুষার হোসেন বলেন, ৫ থেকে ৭ দিন কষ্ট করার পর কোনো প্রকার দালাল ছাড়াই আমি আমার যোগ্যতায় চাকুরী পেয়েছি। খুব সুন্দর ভাবে যাচাই বাচাইয়ের মাধ্যমে আমি উত্তীর্ণ হয়েছি।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, সবাই সবার যোগ্যতা অনুযায়ী সিলেকশন হয়েছে। আমি মনে করি প্রত্যেকটি জায়গায় চাকুরির ক্ষেত্রে আমরা যদি এভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিতে পারি, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের লক্ষ্য ও অর্জন এবং কাজ করার জন্য যে যোগ্যতাগুলো দরকার তা সম্ভব।