• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর নতুন ২টি ভবন উদ্বোধন করলেন শাজাহান খান এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সরকারি কলেজের পাঁচ তলা বিশিষ্ট একাডেমী ভবন কাম এক্সামিনেশন হল ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবন দুটির উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাধানে ভবন দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ রেবতী মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুর এর নির্বাহী প্রকৌশলী মো. তানভির ইসলাম, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এছাড়াও কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানবীর মাহমুদসহ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় সাবেক নৌমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপার উন্নয়ন হয়েছে। শিক্ষার হার বেড়েছে। আগামী দশ বছর পরে দেশে কোন অশিক্ষিত মানুষ পাওয়া যাবে না। শিক্ষাখাতে সাফল্য ধরে রাখায় দেশ ডিজিটাল হচ্ছে যা ছিল বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া বাংলাদেশ। শেখ হাসিনা সরকার সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে।