• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের পৌর ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় এর উদ্বোধন করে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, এ্যাডভোকেট যতিন সরকার, সাবেক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অনেকেই। পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, মাদারীপুর প্রেসক্লাবের ভবন না থাকায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়ায় থাকতো সংগঠনটি। প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের জন্য ৯০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ  দেয় জেলা পরিষদ। ইতোমধ্যে দরপত্র আহবানও করা হয়েছে। মের্সাস জান্নাতুল ফেরদৌস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা।