• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে লকডাউনের নিয়ম ভঙ্গ করায় লক্ষাধিক টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

মাদারীপুর প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত কঠোরতম বিধিনিষেধ অমান্য করায় গত তিন দিনে ১৩৮টি মামলায় এক লাখ ২০ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে মাদারীপুরের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের মধ্যেও মানুষ কোন কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছে। মানুষের চলাচল বেড়ে যাওয়ায় একই সঙ্গে যানবাহন চলাচলও বেড়েছে এই জেলায়। তাই কঠোর লকডাউন বাস্তবায়নে মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নির্দেশক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মাদারীপুরের চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সবশেষ গতকাল মঙ্গলবার জেলায় ২৯টি মামলায় ৩৩ হাজার ৬০০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও গত সোমবার ৩০ হাজার ৯০০ ও গত রোববার ৫৫ হাজার ৯০০ টাকা আর্থিক জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যে কোন জরুরি কারণ ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। এ ব্যাপারে সরকার কঠোর নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অমান্য করে যদি কেউ বিনা কারণে ঘোরাফেরা করে বা যানবাহন নিয়ে বের হয় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। জেল ও জরিমানাসহ গ্রেপ্তার করা হবে।’