• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর জেলা বি গ্রেডে উন্নতি ও ডাসার থানাকে উপজেলা ঘোষণা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

মাদারীপুর জেলাকে বি গ্রেডে উন্নতি ও ডাসার থানাকে উপজেলায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ১১৭তম নিকার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মাদারীপুরকে বি গ্রেড জেলায় উন্নতি করার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মাদারীপুরের সাধারণ জনগণ। 

অন্যদিকে ডাসার থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নেয়ায় থানার ৫টি ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে। আনন্দিত সাধারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ইউনিয়নের নাম ছিল ডাসার। পরবর্তীতে ৫টি ইউনিয়নকে নিয়ে গঠিত হয় ডাসার থানা। ইউনিয়গুলো হলো- ডাসার, কাজী বাকাই, বালীগ্রাম, নবগ্রাম ও গোপালপুর। নতুন এ উপজেলার মোট আয়তন ৭৬.০৮ বর্গকিলোমিটার। 

ডাসার উপজেলা হওয়ায় এলাকাবাসীকে অভিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাসারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ আবুল হোসেন।