• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জনসচেতনামূলক কর্মসূচি হিসেবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতে অংশ নেয় জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ভুমিকম্পের সময় কি করনীয় সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডে কি করতে হবে তা তুলে ধরেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক ফায়ার ফাইটিং ইক্যুইপমেন্ট সংগ্রহ, প্রশিক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়া অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় কিভাবে ভুমিকম্পে আগুন লাগে, কিভাবে মানুষ বহুতল ভবনে আটকে পড়ে, এই সময়ে কিভাবে তাদের উদ্ধার করা হয়।

এ সময় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল আলম সুমন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।