• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা পেল হতদরিদ্ররা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ মে ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মৃৎশিল্পী, হরিজন, হিজড়া, ভবঘুরে, ভিক্ষুক, বেদে ও অসহায় তিনশ পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্রসামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের এসব মানুষ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খাইরুল আলম সুমন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, সামনে ঈদ ও করোনা পরিস্থিতি বিবেচনায় অসহায় তিনশ পরিবারকে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। ডিসি অফিসে উপস্থিতি ৩০০ জন অসহায় পরিবার ছিলেন। এর মধ্যে সিংহভাগই মৃৎশিল্পী,  হরিজন, হিজড়া, ভবঘুরে, ভিক্ষুক, বেদে সম্প্রদায়। দেশের পরিস্থিতি বিবেচনায় আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।